ঢোলের তালে আইভীর বাড়ি মাতিয়ে রেখেছেন শিপু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

ঢোলের তালে নেচে গেয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যানবাড়ী মাতিয়ে রেখেছেন বন্দর কলাগাছিয়ার বাসিন্দা শহিদ আলম শিপু। চেয়ারম্যানবাড়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে ফের নির্বাচিত ডা. সেলিনা হায়াৎ আইভীর নিজ বাসভবন।

রোববার (১৬ জানুয়ারি) রাত যতই বাড়ছে আইভীর ভক্তরাও তার বাসভবনে জড়ো হচ্ছেন। কেউ কেউ নৌকার বিশাল বহর নিয়ে বাড়িতে আসছেন। যেন উৎসবের নতুন রূপ নিয়েছে আইভীর বাসভবন। তবে সবার নজর কেড়েছে শিপুর নাচ। বাদ্য ও ঢাকের তালে নেচে গেয়ে মাতিয়ে রাখছেন শিপু। ‘নৌকা পাগল’ শিপু দাবি করেন, আইভীর পিতা আলী আহমেদ চুনকার হাত ধরে তিনি আওয়ামী লীগে এসেছেন।

শিপু জাগো নিউজকে বলেন, ‘আইভীর জয়ে খুব ভালো লাগছে। উন্নয়নের জয় হয়েছে, সামনে আরও উন্নয়ন হবে। নারায়ণগঞ্জের রাস্তাঘাট আরও ভালো হবে।’

jagonews24

রাজনীতির সব ‘মারপ্যাঁচ’ আর ‘সমীকরণ’কে উড়িয়ে দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ফের নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এটি তার টানা তৃতীয়বারের জয় তথা হ্যাটট্রিক বিজয়। এর আগে ২০১১ সালে প্রথমবার ও ২০১৬ সালে দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন তিনি।

এমওএস/এআরএ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।