‘উদ্ধার অভিযান চলবে সকাল ১০টা পর্যন্ত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৯ মার্চ ২০১৯

বনানীর এফ আর টাওয়ারে টাওয়ারে আগুনের ঘটনায় উদ্ধার অভিযান আজ (২৯ মার্চ) সকাল ১০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ঘটনাস্থলে বিফ্রিং করে তিনি এ কথা জানান।

সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের সার্চিং অপারেশন চলছে। ভেতরে ১০-১২ টিম ডিটেইলস সার্চ করছে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তা চলবে। এরপর আমরা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবো।’

তিনি বলেন, ‘প্রথম যাদের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে, তারা আগুনে পুড়ে মারা যায়নি, ভয়ে যারা লাফিয়ে পড়েছে তারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে গেলে সেখানে মারা যান। আর পরে যাদের মরদেহ ভবনের ভেতর থেকে বের করা হয়, তারা সাফোকেশনে মারা গেছে।’

ভবনটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সামান্য কিছু যন্ত্রপাতি ছিল, যেগুলো ব্যবহার উপযোগী ছিল না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী, এবং পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ অন্য স্বেচ্ছাসেবীর সংগঠনের সদস্যরা উদ্ধারের কাজে সহায়তা করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন মারা গেছেন।

এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ জন। এদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৫ জন, ইউনাইটেড হাসপাতালে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জন এবং সিএমএইচে একজন চিকিৎসাধীন রয়েছেন।

এএসএস/এএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।