জামালপুরে বন্যার পানিতে ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ জুলাই ২০১৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাহাত মিয়া পানিতে ডুবে ও রাজা বাদশা সাপের কামড়ে মারা যায়।

বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুসলনগর গ্রামের রাহাত মিয়া (১০) শনিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

অপরদিকে একই উপজেলার সদর ইউনিয়নের ঝালুরচর পশ্চিম পাড়া গ্রামের রাজা বাদশাকে (৫৫) শুক্রবার রাতে সাপে কামড় দেয়। তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে মারা যান। মৃত রাজা বাদশা একই গ্রামের কুন্দু শেখের ছেলে। জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসমাউল আসিফ/এএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।