বন্যাদুর্গতদের ত্রাণ ও ওষুধ দেবে বিএমএ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২০ জুলাই ২০১৯

দেশের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষদের জন্য ত্রাণ-সামগ্রী বিতরণ, মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ প্রদান করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষদের সাহায্যার্থে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বিএমএ।

বিএমএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ত্রাণ ও মেডিকেল টিম বন্যাদুর্গত এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

বিবৃতিতে সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকার বন্যাকবলিতদের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসার জন্য অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে বিশেষ আহ্বান জানানো হয়।

এমইউ/বিএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।