জামালপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৯ জুলাই ২০১৯

জামালপুরে বন্যার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু বক্কর (৫০) ও ইসলামপুর উপজেলার পশ্চিম গিলাবাড়ি গ্রামের ছামিউল মন্ডলের ছেলে মশিউর রহমান (৩০)

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু জানান, আবু বক্কর সকালে বন্যার পানিতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ তিনি পানির স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে ইসলামপুর উপজেলার পশ্চিম গিলাবাড়ি গ্রামে মশিউর রহমান নামে এক যুবক সকালে বাড়ির পাশেই বন্যার পানিতে পড়ে মারা যান। নিহত মশিউর সাতার জানত না এবং তিনি মানসিক রোগী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

আসমাউল আসিফ/আরএআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।