শেরপুরে বন্যায় ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২২ জুলাই ২০১৯

বন্যার পানিতে ডুবে শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে শেরপুরের বন্যায় গত নয়দিনে ১৩ শিশুসহ ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

সোমবার মৃত শিশুরা হলো- ওই ইউনিয়নের চকসাহাব্দি পূর্বপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে নয়ন মিয়া (১০) এবং বলাইয়ের চর গ্রামের আলরতাফ মিয়ার দেড় বছর বয়সী মেয়ে আছিয়া।

বলাইয়ের চর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে বন্যার পানিতে ভেলায় চড়ে ঘোরার সময় পানিতে পড়ে নয়ন মিয়ার মৃত্যু হয়। অপরদিকে, বাড়িতে বন্যার পানিতে ডুবে আছিয়ার মৃত্যু হয়।

এছাড়া সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝাউয়ের চর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে সুমন মিয়া (১২) নামে আরেক শিশুর মৃত্যু হয়। মৃত সুমন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এ নিয়ে চলমান বন্যা ও পাহাড়ি ঢলে শেরপুরে নয়দিনে ১৩ শিশুসহ ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

হাকিম বাবুল/এএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।