দৌলতদিয়ায় পদ্মার পানি বাড়ছেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া জেলার পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে মাত্র ১.৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাইবো) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে পদ্মার পানি হুহু করতে বাড়তে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন।

পাংশার হাবাসপুর, কালুখালীর রতনদিয়া, রাজবাড়ী সদরের মিজানপুর, গোদার বাজার, মৌলভী ঘাট, বরাট, গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কিছু স্থানে তীরবর্তী জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত ওই সব স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছে পাউবো।

রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ২৪ সেন্টিমিটার বেড়ে আজ বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য দুই পয়েন্টে এখনও পানি বিপৎসীমার নিচে রয়েছে। এ পর্যন্ত কোথাও বন্যার খবর পাওয়া যায়নি। তবে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার অনেকস্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে সে সব স্থানে জিও ব্যাগ ফেলার কাজ করছে পাউবো।

রুবেলুর রহমান/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।