পানি বেড়ে নতুন করে ভোগান্তি নিয়ে এলো যমুনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:০৩ এএম, ২৬ জুলাই ২০১৯
ফাইল ছবি

আবারও যমুনার পানি বাড়তে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি কমতে থাকায় দুর্গতরা যখন ঘরে ফিরতে শুরু করেছিলেন সেসময় আবারও পানি বাড়ায় নতুন করে দুর্ভোগে পড়েছেন যমুনা তীরবর্তী মানুষ।

গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৫ দিন ধরে যমুনার পানি বিপৎসীমার ওপরে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। দেখা দিয়েছে তীব্র ত্রাণ সংকট।

চলতি বন্যায় জামালপুরে পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ। ভেঙে গেছে প্রায় ৫৩ হাজার বসতবাড়ি। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ১ হাজার ৮৭৮ মেট্রিক টন চাল, নগদ ২৬ লাখ ৮০ হাজার টাকা, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার শিশু খাদ্য ও ২ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

আসমাউল আসিফ/এফএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।