পাকিস্তানি সিমেন্ট কেনা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের আমদানিকারকরা পাকিস্তান থেকে আসা সিমেন্টভর্তি ৬০০-৮০০টি কন্টেইনার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন সে দেশের রফতানিকারকদের। কাশ্মীরের পুলওয়ামা হামলার প্রেক্ষিতে পাকিস্তানের আমদানি পণ্যের ওপর ভারত ২০০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডনকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক সিমেন্ট রফতানিকারক বলেন, ‘কন্টেইনার ফিরিয়ে নিতে ভারতীয় আমদানিকারকদের কাছ থেকে বার্তা পাওয়া শুরু করেছে তারা। কিছু রফতানিকারক ইতোমধ্যে তাদের পাঠানো পণ্যবাহী জাহাজ ফিরিয়ে নিতে শুরু করেছেন।’

পাকিস্তানের ওই সিমেন্ট রফাতনিকারক বলেন, ‘বর্তমানে করাচি বন্দর, কলম্বো, দুবাই কিংবা মাঝ সাগরে ৬০০ থেকে ৮০০টি সিমেন্টবাহী জাহাজ আছে। বেশিরভাগ সিমেন্টের গন্তব্য ভারতের কেরালা রাজ্যে। গত বছর রাজ্যটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে অবকাঠামো নির্মাণে ৫০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনার কথা জানায় সরকার।’

রফতানি হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করে তিনি আরও বলেন ‘সম্প্রতি পুলওয়ামা হামলার পর পরিস্থিতি হঠাৎ করে বদলে যায়। ভারতের আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে। নতুন সরকার এসে যদি এমন সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে হয়তো পুনরায় রফতানি শুরু হতে পারে।’

চলতি অর্থবছরের জুন থেকে জানুয়ারি এই ছয় মাসে ভারতে ৬ লাখ ৪৮ হাজার ১০৮ টন সিমেন্ট রফতানি করেছে পাকিস্তান। ২০১৭০১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল ১ দশমিক ২১২ মেট্রিক টন। প্রসঙ্গত, পাকিস্তান সবচেয়ে বেশি সিমেন্ট রফতানি করে ভারতে।

এসএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।