ভারতে ফের হামলার হুমকি পাকিস্তানি জঙ্গি জইশের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

যেকোনো মুহূর্তে পুলওয়ামা হামলার মতো ঘটনা ঘটাতে পারে জইশ-ই-মোহাম্মদ। একদিকে যখন ভারতের কাছে পুলওয়ামা হামলার প্রমাণ চাইছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান, ঠিক সেই সময় ভারতে ফের নাশকতা চালানোর হুমকি দিয়ে ভিডিও সামনে আনল জইশ-ই-মোহাম্মদ।

যে ভিডিওতে কালো কাপড় ঢাকা এক ব্যক্তিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে তিনি জানাচ্ছে, জইশের যখন ইচ্ছা হবে তখনই পুলওয়ামার মতো ঘটনা ঘটাতে পারবে। একই সঙ্গে পুলওয়ামায় ঘটা ভয়ঙ্কর জঙ্গি হামলার দায় আবারও স্বীকার করে ওই জঙ্গি। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ভিডিও ইতোমধ্যে দেখানোও হচ্ছে।

এদিকে জইশের নতুন এ ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের নিরাপত্তা বাহিনী। কোন সূত্র ধরে এ ভিডিও ভারতে আসল তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে পুলওয়ামা হামলার পর ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। স্বাভাবিকভাবেই আঙুল ওঠে পাকিস্তানের দিকে।

Kashmir

মঙ্গলবার সকালে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেয় ভারতীয় সেনা। লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জইশ-ই-মোহাম্মদ পাকিস্তানেরই সন্তান। এ পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি সেনার ১০০ শতাংশ হাত রয়েছে। তবে পাকিস্তানিদের অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে বলে আশ্বস্ত করেন তিনি।

এরপরই ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, এটা নতুন পাকিস্তান। এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। আর যদি যোগ থাকে তাহলে ভারতের কাছে প্রমাণ চেয়েছেন ইমরান।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী জঙ্গি হামলার অন্তত ৪৪ সিআরপিএফ সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এনডিএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।