ভূমিকম্প

ঘোড়াশাল সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র ফের চালু, স্বাভাবিক সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫
ফাইল ছবি

ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে রক্ষণাবেক্ষন শেষে ৬ টি কেন্দ্র ও সাবস্টেশন বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।

বার্তায় বলা হয়, বিবিয়ানা ৩ (৪০০ মেগাওয়াট) এর স্টিম টারবাইনটি ন্যাশনাল গ্রিডে আসার প্রক্রিয়ায় আছে, খুব শিগগির চালুর আশা করা হচ্ছে। এ ছাড়া বাদ বাকি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে, সকালে ঘটে যাওয়া ভূমিকম্পে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট),আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটির (৭৫ মেগাওয়াট) উৎপাদন বন্ধ হয়ে যায়।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন বিদ্যুৎবিহীন হয়ে যায়।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।