নেপালে বিক্ষোভকারীদের আগুনে দগ্ধ সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ/ ছবি: সেতোপাতি

নেপালে জেন জি বিক্ষোভকারীদের দেওয়া আগুনে গুরুতর আহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকার।

পরিবার সূত্রের খবর, দাল্লু এলাকার বাসভবনে তাকে ঘরের ভেতরে আটকে রেখেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে গুরুতর দগ্ধ হন তিনি। তাকে তৎক্ষণাৎ কির্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগে, সোমবার পার্লামেন্ট ভবনের সামনে তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। মঙ্গলবার মারা যান আরও দুজন।

বিক্ষোভকারীরা দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।

তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

(নোট: এর আগে প্রতিবেদনে রবিলক্ষ্মী চিত্রকার মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তথ্যটি ভুল হওয়ায় পরে সংশোধন করা হয়েছে।)

সূত্র: খবর হাব
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।