নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামছে পর্যটকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৩ মে ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর কারণে সৈকতে লাল নিশান টানিয়েছে সিপিপি। যার অর্থ পর্যটকরা যেন ওই নিশানার বাইরে না যায়। কিন্তু ট্যুরিস্ট পুলিশের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিচে নামছেন পর্যটকরা।

সৈকত পাড়ে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্য মো. রুবেল জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর কারণে সাগর এখন উত্তাল। বর্তমানে ৭নং সর্তকতা সংকেত চলছে। বৃহস্পতিবার রাতে পর্যটকদের সৈকতে নামতে নিষেধ করা হলেও তারা সেটা উপেক্ষা করে সৈকতে নামছেন।

Kuakata-(2)

এ সময় সৈকতে দায়িত্বরত আরেক ট্যুরিস্ট পুলিশ সদস্য আবু সাইদ জানান, মাইকিং করে বলছি ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে, ৭ নম্বর বিপদ সংকেত চলছে। কেউ সৈকতে নামবেন না। কিন্তু কেউ শুনছেন না। আসলে নিজেরা সচেতন না হলে কিছু করার নেই।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।