ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ত্রাণ কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে জরুরি ভিত্তিতে দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক করে ২০ সদস্যের ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি।

রোববার (৫ মে) দলটির দফতরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামুদ্রিক ঝড় ফণীর আঘাতে বাংলাদেশে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে জরুরি ভিত্তিতে দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট জেলার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ দায়িত্ব পালন করবেন।

কেএইচ/আরএস/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।