গ্রামের চায়ের দোকানেও চলছে ফণী নিয়ে আলোচনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৩ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীতে আতঙ্কিত সারাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। অল্প সময়ের মধ্যে এ অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড় ফণী। কয়েকদিন ধরেই ঝিনাইদহ শহরে ফণী নিয়ে জেলার সবখানে আলোচনা চলছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঞ্চননগর গ্রামের রাস্তার পাশের একটি চায়ের দোকানেও ফণী নিয়ে আলোচনা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। তাদের সবার চোখেমুখে ফণীর আতঙ্ক বিরাজ করছে।

Jhinaidah-Tea-Stol

চায়ের দোকানে থাকা টেলিভিশনের দিকে তাকিয়ে চা পান করতে করতে খয়ের আলী নামের এক ইজিবাইক চালক বলে উঠলেন, ভারতে খুব ঝড় হচ্ছে। এরকম ঝড় কি আমাদের দেশে হবে? আল্লাহ আমাদের রক্ষা করো। একথা শুনে পাশ থেকে সাদ্দাম হোসেন নামে আরেকজন বলে উঠলেন, শুনছি রাতে বাংলাদেশে আঘাত আনবে ফণী। আর এ ঝড় নাকি খুলনা, সাতক্ষীরা দিয়ে রাজশাহীর দিকে যাবে। তা হলে তো আমাদের ঝিনাইদহের ওপর দিয়েই যাবে। ভারতের মতো আমাদের এখানেও কি ওমন ঝড় হবে?

চায়ের দোকানদার ফুলমিয়া বলে উঠলেন, আকাশের অবস্থা ভালো না তাড়াতাড়ি বাড়ি যাব, সবাই দ্রুত চা খেয়ে নেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।