ভ্রমণের সময় ঝড়ের কবলে পড়লে যা করবেন

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০২ মে ২০১৯

সবার কাছে ভ্রমণ যেন একটা নেশার মতো। সুযোগ পেলেই ছুটে যায় বিভিন্ন দর্শনীয় স্থানে। কিন্তু বাংলাদেশে গ্রীষ্মকালে কম-বেশি ঝড়-তুফান হয়ে থাকে। ফলে ভ্রমণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

জেনে নিন এ সময়ের করণীয় সম্পর্কে-

১. ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন।
২. ঝড়-তুফানের আশঙ্কা রয়েছে- এমন সময় ভ্রমণ করবেন না।
৩. গ্রীষ্মকালে উপকূলীয় অঞ্চলে ভ্রমণ করতে না যাওয়াই উত্তম।

Cyclone

৪. ঝড় শুরু হওয়ার আগেই যার যার অবস্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান।
৫. প্রতি মুহূর্তে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনুন।

৬. বিপদের আশঙ্কা দেখা দিলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন।
৭. ‘কিছু হবে না’ বলে অবহেলা করবেন না।
৮. প্রাকৃতিক দুর্যোগের বিপদ সংকেতের ধরন জেনে নিন।
৯. সতর্ক সংকেত পাওয়ার পরও অতিরিক্ত সাহস দেখাতে যাবেন না।
১০. যাত্রাপথে ঝড়ের কবলে পড়লে যাত্রা সংক্ষেপ করুন।

Cyclone

১১. ঝড় শুরু হওয়ার আগেই নিরাপদে যাত্রা বিরতি নিন।
১২. প্রয়োজনে ৯৯৯-এ ফোন করে জরুরি সেবা নিতে পারেন।
১৩. মনে রাখবেন, ভ্রমণের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

এসইউ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।