সকালে পটুয়াখালী অতিক্রম করেছে ফণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশের যশোরে অবস্থান করছে। সকালে ঘূর্ণিঝড়টি পটুয়াখালী অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, বর্তমানে প্রতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার বেগে বাতাস বইছে। বেলা ১১টা পর্যন্ত বাতাসের গতি এরকম থাকার পর ঝড় ও বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রও উত্তল রয়েছে। নদীতে জোয়ার চলছে।

তবে সকাল ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।