মঠবাড়িয়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার শাপলেজা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম প্রান্তে বলেশ্বর ও নলী নদীর সংযোগস্থলে খেতাচিড়া ও কচুবাড়িয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের পুরোনো বেড়িবাঁধের ২শ মিটার ও বড়মাছুয়া ইউনিয়নের চর ভোলমারা গ্রামে বলেশ্বর তীরে পানি উন্নয়ন বোর্ডের রেগুলেটরের কাছে ৩শ মিটার বাঁধ নদীর পানিতে ভেঙ্গে যায়।

পানি উন্নয়ন বোর্ড পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মেদ জানান, এই দুই পয়েন্ট দিয়ে শুক্রবার পানি ঢুকে আশপাশের খেতাচিড়া ও কচুবাড়িয়া এবং চরভোলমারা, ভাইজোড়া, নিজামিয়া প্রভৃতি গ্রামের নিচু এলাকা পানিতে ডুবে গেছে।

Pirojpur-Pic02

শাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, শনিবার দুপুরে খেতাচিড়া ও কচুবাড়িয়া গ্রামের বাসিন্দাদের নিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ চালিয়ে যাচ্ছি।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।