কোথাও বেড়িবাঁধ ভাঙলে ফোন করুন এই নম্বরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৪ মে ২০১৯
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে তা পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে (নিয়ন্ত্রণ কক্ষ) জানানোর অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দেশের কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২৯৫৪০৭০১। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কর্মকর্তাদের মাঝে এই কন্ট্রোল রুমের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

আরএমএম/জেএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।