ফণী : সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে নিয়ন্ত্রণ কক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৩ মে ২০১৯

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সড়ক যোগাযোগ সচল ও নির্বিঘ্ন রাখতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

শুক্রবার সকাল থেকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে শুক্রবার রাতে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও কাছাকাছি উপকূলীয় অঞ্চলকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, সডক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়ক, সেতু, ফেরি, পল্টুন মনিটরিংসহ সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয় এবং দেশের বিভিন্ন সড়ক জোন, সার্কেল, ডিভিশনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮২২/বি নম্বর কক্ষে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯৫৮৪১২৮।

জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।

আরএমএম/এনডিএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।