শান্তি আলোচনা, বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধিরা
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন-বেলারুশ সীমান্তে তাদের প্রতিনিধিরা ইতোমধ্যেই পৌঁছে গেছেন। রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন তারা। খবর বিবিসির।
এই আলোচনায় তাদের প্রধান এজেন্ডা হবে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। এর আগে নিরাপত্তা এবং বেলারুশ থেকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে আলোচনা স্থগিত রাখা হয়।
তবে দুপক্ষের সমর্থনে আলোচনায় বসতে যাচ্ছে যুদ্ধরত দেশ দুটি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, খুব ছোট অগ্রগতি হলেও তারা চেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, এই সংঘাত থামাতে হবে। যদিও আলোচনা থেকে তেমন কোনো অগ্রগতি নাও হয় তবুও আমরা চেষ্টা করে যাব। বিশ্ব যেন আমাদের ওপর এই দোষ চাপাতে না পারেন যে, আমরা যুদ্ধ থামানোর চেষ্টা করিনি।
টিটিএন/জেআইএম