রাশিয়ার আরও একজন জেনারেল নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ মার্চ ২০২২
ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার মারিউপোলে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষে আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

ইউক্রেনের দাবি, যুদ্ধে মেজর জেনারেল ওলেগ মিতিয়েভ নিহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, ৪৬ বছর বয়সী মিকিয়েভ স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) নিহত হয়েছেন। মিতিয়েভ ১৫০তম মোটর চালিত রাইফেল ডিভিশনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সিরিয়ায় যুদ্ধ করেছিলেন।

তবে তার নিহত হওয়া নিয়ে রাশিয়ার তরফে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এর আগে যুদ্ধে রাশিয়ার শীর্ষ তিনজন জেনারেল নিহত হয়েছে বলে দাবি করে ইউক্রেন।

সূত্র: আল-জাজিরা

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।