ইউক্রেনে প্রাণ হারিয়েছেন ৬ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২০ মার্চ ২০২২
ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলার খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও আটজন। সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রেস ফ্রিডম গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) নামক সংস্থাটি জানায়, সাংবাদিকদের কেউ গোলার আঘাতে, কেউ সামরিক বাহিনীর ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মারা যান কিয়েভের নিকটবর্তী ইরপিন শহরে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়। তাছাড়া রুশ সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চল থেকে দুই সাংবাদিককে অপহরণ করেছে বলেও জানিয়েছে পিইসি।

তাছাড়া, রাশিয়ার হামলায় অলেক্সান্দ্রা সাশা কুভশিনোভা নামে এক ইউক্রেনীয় সাংবাদিক মারা যাওয়ার খবর জানায় ইউএস নেটওয়ার্ক। গত মঙ্গলবার (১৫ মার্চ) ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হামলায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি নিহত হন।

এদিকে গত ১ মার্চ কিয়েভের টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্যামেরা অপারেটর ইয়েভেনিই সাকুন নিহত হন।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

এমপি/এমএসএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।