কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
২৪ ফেব্রুয়ারি কিয়েভে একটি গোয়েন্দা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ‘শত্রুরা’ ওবোলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, পার্লামেন্ট থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।

মলোটভ ককটেল বা পেট্রল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা।

টুইটে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শান্তিপ্রিয় বাসিন্দারা সতর্ক থাকুন। ঘর ছেড়ে বাইরে বের হবেন না।

কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা এর আগে গোলাগুলির শব্দ পাওয়ার খবর জানিয়েছিলেন। এখন শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওবোলোনের রাস্তা দিয়ে রুশ ট্যাংক চলাচল করতে দেখা গেছে। স্থানীয় কেউ ঘরের ভেতর থেকে ভিডিওটি ধারণ করেছেন। বিবিসি এর সদস্য নিশ্চিত করেছে।

সূত্র: বিবিসি বাংলা

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।