ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে এক লাখ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

তিন দিন ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। ধারণা করা হচ্ছে ইউক্রেন সরকারের পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখবে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেন ছেড়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে লাখ লাখ শরণার্থী। আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত এক লাখ শরণার্থী ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছেন। পোল্যান্ডের বর্ডার গার্ড এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এজেন্সিটির মুখপাত্র আনা মিচালস্কা বলেন, শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাছাড়া ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে গেলে ও যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের অস্থায়ী বাসস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ডের সরকার।

জানা গেছে, সীমান্ত চেকপয়েন্টে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হওয়ায় পোল্যান্ড এরই মধ্যে আটটি সীমান্ত ক্রসিং পয়েন্টে খুলে দিয়েছে। এখন থেকে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করতে পারবেন শরণার্থীরা। আগে শুধু মেডিকাতে একটি স্থান থেকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল দেশটির পক্ষ থেকে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১৯৮ বেসামরিক প্রাণ হারিয়েছে যাদের মধ্যে তিন শিশুও রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের আরও ১ হাজার ১১৫ জন আহত হয়েছে যাদের মধ্যে ৩৩ জনই শিশু। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে অতর্কিত হামলা চালায় রাশিয়া।

এমএসএম/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।