মাইলস্টোন ট্র্যাজেডি

বিএনপির নেতাকর্মীরা উদ্ধারকাজ চালিয়েছেন, রক্ত দিয়েছেন: প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ জুলাই ২০২৫
ময়মনসিংহে এক দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উদ্ধারকাজ, রক্ত দেওয়াসহ আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বিএনপির কার্যক্রম মনিটরিং করে নির্দেশনা দিয়েছেন।

বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রিন্স বলেন, ‘স্কুলে পাঠরত অবস্থায় কোমলমতি ছাত্র-ছাত্রী নিহত হওয়ায় পুরো জাতি স্তম্ভিত ও শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় জাতি দেশের সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছে। এতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।