আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে আসছে সহপাঠীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ জুলাই ২০২৫
বিমান বিধ্বস্তে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে সহপাঠীরা/ ছবি- জাগো নিউজ

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের অনেককেই অ্যাম্বুলেন্স ও রিকশায় হাসপাতালে নিয়ে আসছে সহপাঠীরা।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালে এমন চিত্র দেখা যায়।

আরও পড়ুন

উত্তরা আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. আদিল বলেন, দুর্ঘটনার পর থেকেই আহতরা আসছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহতদের রিকশায় করে হাসপাতালে নিয়ে আসছে সহপাঠীরা

সরেজমিনে দেখা যায়, উত্তরা আধুনিক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ও বাইরের স্বেচ্ছাসেবীরা আহতদের সহায়তা করছেন।

স্বেচ্ছাসেবীরা জানান, দুই থেকে তিন ঘণ্টা ধরে আহতরা আসছেন। বেশিরভাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে।

এসএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।