বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ডিআরইউর শোক প্রকাশ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা। এর পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
আইএসপিআর জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুর্ঘটনা মোকাবিলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম যুদ্ধবিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিমানটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
এনএইচ/এএমএ/এমআরএম