বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২১ জুলাই ২০২৫
বিমান বিধ্বস্তে আহতদের উদ্ধার তৎপরতা চলছে/ছবি: মাহবুব আলম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ রাখা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, বিমান বিধ্বস্তে আহতদের মেট্রোরেলে বহনের জন্য মেট্রোরেলে নারী যাত্রীদের বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।

এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থলে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এদিন দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।