বিমান বিধ্বস্ত

আহত আরও এক শিক্ষার্থীর জাতীয় বার্নে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

সোমবার (৩১ জুলাই) বিকেলে জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর মাইলস্টোন স্কুলের জুনায়েত নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। দুপুরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।

ঘটনার পরপরই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আহত ২০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।