প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিমান বিধ্বস্তে আহত ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহত ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সোমবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, আহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটেই ৪৩ জনকে ভর্তি করা হয়েছে। তবে অধ্যাপক ডা. সাইদুর রহমান বিমান বিধ্বস্তে ১৬ জন নিহতের তথ্য নিশ্চিত করলেও এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ সময় উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এসইউজে/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।