বিমান বিধ্বস্ত

নিহতদের দাফনে উত্তরা ১২ নম্বরের কবরস্থানে জায়গা নির্ধারণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের স্থান ঘিরে রেখেছে পুলিশ/ ছবি- জাগো নিউজ

প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনে উত্তরা ১২ নম্বরে সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ জায়গা নির্ধারণ করেছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

এমইউ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।