উত্তরায় বিমান বিধ্বস্ত

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ এএম, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়েছেন।

তারা হলেন- উত্তরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহাগ মিয়া ও মো. আসিফ আহম্মেদ নবীন। তারা দুজনের হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) রাতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন। ফায়ার ফাইটার সোহাগ মিয়া ভর্তি রয়েছেন ঢাকা সিএমএইচে এবং আসিফ আহম্মেদ নবীন চিকিৎসা নিচ্ছেন উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে। তবে আহত দুজনই বর্তমানে শঙ্কামুক্ত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

টিটি/এমআরএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।