বিমান বিধ্বস্ত

উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৬০ জন, ভর্তি ২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২১ জুলাই ২০২৫
বিমান বিধ্বস্তে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্বেচ্ছাসেবকরা/ ছবি- জাগো নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৬০ জন।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। হাসপাতালের সহকারী পরিচালক এ এস এম রাকিবুল ইসলাম আকাশ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৪০ থেকে ৪৫ জনের অবস্থা গুরুতর ছিল, সবার শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ দগ্ধ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এখন ২৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা স্থিতিশীল।’

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এসএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।