এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত সারাদেশ। এ দুর্ঘটনায় একজন এইচএসসি পরীক্ষার্থী তার মাকে হারিয়েছেন। পরীক্ষার্থীরাও মানসিকভাবে ট্রমায় ভুগছেন।
এমন পরিস্থিতিতে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছে। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এখন পর্যন্ত এ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থী, অভিভাবক ও অনেক সাধারণ মানুষ।
এর মধ্যেই এবার এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকার অন্তত ১০টি নামি কলেজের শিক্ষার্থীরা। এইচএসসি ব্যাচ-২০২৫-এর বরাতে তারা পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তবে এ ঘোষণার সঙ্গে কলেজগুলোর সব পরীক্ষার্থী একমত কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
যেসব কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন
নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ, আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, মাইলস্টোন কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।
এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, চলমান এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে। মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা চলমান থাকবে।
সময়সূচি অনুযায়ী- মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা) পরীক্ষা হবে। এছাড়া বিকেলের শিফটে ইতিহাস দ্বিতীয়পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে।
এএএইচ/এমআরএম/এএমএ