উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সোমবার (২১ জুলাই) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, মাইলস্টোন কলেজে একটি ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ইউনিটগুলো উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো হয়েছে।
- আরও পড়ুন
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
টিটি/এমআইএইচএস/জেআইএম