মাইলস্টোন ট্র্যাজেডি

হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে একজন ভর্তি হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টায় এ তথ্য জানান।

সর্বশেষ তথ্যানুসারে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন।

সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৪৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৯ জন, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতালে ১ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ২৯ জনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন(অজ্ঞাত)ও ইউনাইটেড হাসপাতালে ১ জন।

এমইউ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।