মাইলস্টোন ট্র্যাজেডি

রাষ্ট্র এত সাদাসিধেভাবে চলবে কেন, প্রশ্ন সেলিমা রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৬ জুলাই ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আকতারের পরিবারের আক্ষেপ শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নিহতের পরিবার আক্ষেপ করে যে কথাগুলো বলছে তা অত্যন্ত সত্য। কারণ আজ রাষ্ট্রের দায় অনেক। রাষ্ট্র এত সাদাসিধেভাবে চলবে কেন?

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের বাসায় শনিবার (২৬ জুলাই) তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন সেলিমা রহমান।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ শিশু, যারা না ফুটতেই ঝরে গেলো। রাষ্ট্রের প্রথমে উচিত ছিল তাদের (নিহতদের) পরিবারের সঙ্গে কথা বলা।

প্রধান উপদেষ্টা একটা ফোন করতে পারতেন না? এমন প্রশ্ন রাখেন সেলিমা রহমান।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা।

কেএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।