‘ক্রাশের পর সব অন্ধকার হয়ে যায়, কান হয়ে যায় স্তব্ধ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২১ জুলাই ২০২৫
নবম শ্রেণির শিক্ষার্থী মো. ছিয়াম হাসান

বিমান দুর্ঘটনার সময় বন্ধুদের নিয়ে ক্যান্টিনে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. ছিয়াম হাসান।

সোমবার (২১ জুলাই) বিকেলে দুর্ঘটনার সেই চিত্র তুলে ধরে জাগো নিউজকে সে বলে, ‘প্লেন যখন ক্রাশ করে তখন পুরো জায়গা অন্ধকার হয়ে যায়। কিছুই দেখতে পাচ্ছিলাম না, কান স্তব্ধ হয়ে যায়।’

এই শিক্ষার্থী বলে, ‘যে ভবনে ছোট বাচ্চাদের ক্লাস হয়, সেই ভবনের সামনে বিমানটা পড়ে। এরপরই আগুন ধরে যায়। ছোট ছোট বাচ্চারা, শিক্ষকরা আহত হয়েছেন।’

সে বলে, ‘দুর্ঘটনার সময় আমি ক্যান্টিনে ছিলাম। পরীক্ষা শেষ করে বন্ধুরা মিলে ক্যান্টিনে আসছি, এরপরেই এ ঘটনা ঘটে। একেবারে আজানের সময় প্লেন ক্রাশ হয়। ইন্টার ফার্স্ট ইয়ারের আমার তিনটা ভাই আহত হয়েছে।’

এনএস/এএসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।