বিমান দুর্ঘটনায় নাহিদ ইসলামের শোক, নেতাকর্মীদের সহায়তার নির্দেশ
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে, ইনসেটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে হতাহতদের উদ্ধার ও চিকিৎসায় দলের নেতাকর্মীদের সহায়তার নির্দেশ দেন তিনি।
সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
এতে জানানো হয়, এনসিপির সর্বস্তরের নেতাকর্মীদের হতাহতদের চিকিৎসায় সহায়তা, রক্তদান, অ্যাম্বুলেন্স যাতায়াত এবং উদ্ধারকাজে নিয়োজিত সব বাহিনীকে সহায়তার নির্দেশ দিয়েছেন নাহিদ ইসলাম।
এছাড়াও জাতীয় যুবশক্তি ও এনসিপির ডক্টরস উইংকে আহতদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক।
এনএস/কেএসআর/এমএস