মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় বৈঠকে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৩ জুলাই ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার বিষয়ে বৈঠকে বসেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই বৈঠক শুরু হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাকের নেতৃত্বে দলটি বৈঠকে অংশ নিয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেন বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বিশেষজ্ঞ দলটি দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন এবং প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসা সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আরও একটি চিকিৎসক দল ঢাকায় পাঠানো হতে পারে বলে জানা গেছে।

আরএএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।