মাইলস্টোন ট্র্যাজেডি: আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের দোয়া

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর থেকে
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৪ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মিশরে এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিলের আয়োজন করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুন) মিশরের রাজধানী কায়রোর দাররাসায় অবস্থিত দারুল আজহার বাংলাদেশ কেন্দ্রে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন দারুল আজহারের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই মিশরের কারি ড. হুসাম সাকার কুরআন তিলাওয়াত করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

মাইলস্টোন ট্র্যাজেডি: আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের দোয়া

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের মাওলানা শারাফাত উল্লাহ নদভী। তিনি বলেন, এই শোকের মুহূর্তে আমাদের ছাত্রদের উচিত নিজেদের আত্মিক ও নৈতিকভাবে গড়ে তোলা। দেশ ও জাতির উন্নয়নে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন কিয়ামতের দিনে সেই সব বাবা-মাকে জান্নাত দান করবেন—যারা ধৈর্যের সঙ্গে সন্তান হারানোর বেদনা সহ্য করেছেন। আমরা যেন তাদের পাশে দুঃখের এই সময়টায় থাকি, তা-ই হলো প্রকৃত মানবিকতা।

তিনি যেন ধৈর্যশীল সেই সব বাবা-মাকে সভাপতির বক্তব্যে শায়েখ হাবিবুল বাশার আজহারী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জাতিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে। শুধু শোক নয়, আমাদের সচেতনতা, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com