স্কুল ছুটির সময় ঘটে দুর্ঘটনা, প্রচুর আহত আসছেন উত্তরা মেডিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত হয়েছে। এ ঘটনায় অসংখ্য আহতকে উত্তরা মেডিকেলে নেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় থাকা রোগীদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্নে পাঠানো হচ্ছে।দুপুর ২টা থেকে অ্যাম্বুলেন্স, রিকশায় করে আহতদের নিয়ে আসা হয় হাসপাতালে। তাদের সঙ্গে সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরাও ছিলেন।

হাসপাতালটির উপ-পরিচালক আদিল বলেন, ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হাসপাতালটির ইন্টার্ন ডাক্তার ও প্রচুর স্বেচ্ছাসেবী রোগীদের সাহায্য করতে দেখা যায়।

দুপুরে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা জানান, দুই-তিন ঘণ্টা ধরে রোগী আসছে। বেশিরভাগকে ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে।

হাসপাতালটির সামনে দুটি সড়কে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তাদের নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভলেন্টিয়ারদের হিমশিম খেতে দেখা গেছে।

হাসপাতালে আশা একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, দুপুরে স্কুল ছুটির পরপরই দুর্ঘটনা ঘটে। জুনিয়র সেকশন (ক্লাস ওয়ান থেকে সিক্স) পর্যন্ত ভবনে বিমানটি উড়োজাহাজ আছড়ে পড়ে।

স্কুল ড্রেস পরা এক শিক্ষার্থী বলেন, ছুটি হয়েছে দুপুর ১টায়। যে যার মতো কোচিং শেষ করে বের হয়েছে। তখন এই দুর্ঘটনা ঘটে। ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত যে ক্লাস হয়; সেখানে তখন ছুটি দিয়েছে। অনেকের কোচিং ছিল, ডিটেনশন ছিল। অনেকে আবার প্লে গ্রাউন্ডে খেলাধুলা করছিল। ভবন ভেঙে অনেকের গায়ে ইট পড়ে। ভবনের বাইরে যারা ছিল তাদের মধ্যে অনেকে আহত হয়েছে।

আরেক শিক্ষার্থী বলেন, এই মৃত্যুর দায় কে নেবে?

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।