উত্তরায় বিমান বিধ্বস্ত

২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ জুলাই ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ/ছবি বিপ্লব দিক্ষিৎ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২৯ জনের মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অজ্ঞাতপরিচয় মরদেহসহ বাকি আট মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর ছয়টি হাসপাতালে শিক্ষার্থীসহ ভর্তি রয়েছেন ৫৭ জন। এদের মধ্যে ৪২ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক, অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী একজন, চারজন সেনাসদস্য, একজন পরিচায়ক, একজন ইলেকট্রিশিয়ান ও অন্যান্য তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য তুলে ধরে এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রোগী রয়েছেন।

নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতালে একজন (অজ্ঞাতপরিচয়) ও ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এমইউ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।