শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণতালিকা প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করা হয়। এতে অংশ নেন আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ ও কমার্স কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে গিয়ে আবারও বিক্ষোভ করা হয়। এসময় বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সব্যসাচী দাস।

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

তারা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেখানে সব পরীক্ষার্থীরা রাত ৩টার সময় পরীক্ষা স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ না করলে বুধবার কঠোর আন্দোলন শুরু করা হবে। পরে তারা গায়েবানা জানাজা পড়েন।

এর আগে সোমবার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।