মাইলস্টোন ট্র্যাজেডি

অফিস সহায়ক ছিলেন বিমান বিধ্বস্তে নিহত মাসুমা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ জুলাই ২০২৫
স্বামী মো. সেলিম ও দুই সন্তানের সঙ্গে বিমান বিধ্বস্তে নিহত মাসুমা, ফাইল ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মাসুমা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন।

নিহত মাসুমার স্বামী মো. সেলিম জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন মাসুমা। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তাদের দুই সন্তান রয়েছে। তুরাগ থানার নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় থাকতেন তারা।

শনিবার সকাল সোয়া ১০টায় মাসুমা মারা যান বলে জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে আর এ দুর্ঘটনায় নিহত হলো ৩৫ জন।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।