মাইলস্টোন ট্র্যাজেডি

আহতদের চিকিৎসায় অংশ নিয়েছে চীনের মেডিকেল টিম

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৬ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে চীনা মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে চীনা মেডিকেল টিম। বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে বাংলাদেশে এসেছে চীনের এই মেডিকেল টিম।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনের দূতাবাস। এর আগে গতকাল শুক্রবার উহান থার্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় অংশ নেন।

বিজ্ঞপ্তিতে চীনের দূতাবাস জানায়, চীনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে আহতদের ক্ষতস্থানে সংক্রমণ রোধ, নিয়মিত ড্রেসিং পরিবর্তন, ক্ষত পরিষ্কার ও সার্জারির প্রস্তুতিমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে তারা হাতে-কলমে সহায়তা করেন। তারা আর্টেরিয়াল পাঙ্কচারসহ বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করেন।

আহতদের চিকিৎসায় অংশ নিয়েছে চীনের মেডিকেল টিম

এছাড়া, চীনের মেডিকেল টিম বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল দলের সঙ্গেও যৌথ বৈঠক করেছে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিতে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে চীন।

জেপিআই/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।