আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি বার্ন ইউনিটে পৌঁছান এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি দগ্ধ রোগীদের অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এখনো তিনি বার্ন ইউনিটে অবস্থান করছেন।

ইএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।