কুর্মিটোলায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় নিহত পাইলটের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

কুর্মিটোলায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ (ভারপ্রাপ্ত) নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

ফিউনারেল প্যারেড অনুষ্ঠান শেষে নিহত পাইলটের জানাজা অনুষ্ঠিত হবে।

টিটি/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।