বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তা দিচ্ছে রেড ক্রিসেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ জুলাই ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে রেড ক্রিসেন্ট

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রদান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, রক্ত প্রদান ও রক্তদাতা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছেন সোসাইটির দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিদ্ধস্ত হওয়ার পরপরই সোসাইটির ৩০ জন সদস্যের যুব স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছায়। আহত শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন তারা। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণেও সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে আহত শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মনোসামাজিক সহায়তা প্রদানে কাজ করেন তারা। এছাড়াও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পিজি হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের পৃথক পৃথক দল স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহীদের নিকট থেকে রক্ত সংগ্রহে কাজ করছে।

সোমবার দুপুরেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ নিতে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তা দিচ্ছে রেড ক্রিসেন্ট

এ সময় তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের সেবা দিতে মাঠে আছেন সোসাইটির স্বেচ্ছাসেবকরা। ঢাকা রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকরা পর্যাপ্ত রক্ত সরবরাহের কাজে নিয়োজিত আছেন। জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে সোসাইটির মোহাম্মদপুর রক্তকেন্দ্র ও হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের হটলাইন নাম্বার ০১৮১১৪৫৮৫৩৭ ও ০১৮১১৪৫৮৫৩৬ তে যোগাযোগ করতে অনুরোধ করছি।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচির পক্ষ থেকে দুটি মোবাইল ব্লাড ডোনেশান ইউনিট খোলা হয়েছে। সোসাইটির কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিশেষ দুটি ইউনিটে জরুরি রক্ত সংগ্রহ ও রক্ত প্রদানে নিয়োজিত রয়েছেন।

এসইউজে/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।